04 October 2024

টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে নজরুল জয়ন্তী ২০২৪ অনুষ্ঠিত ("Nazrul Jubilee 2024"

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের মুক্তি এই মূলমন্ত্রকে উপজীব্য করে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে। এই ধারাবাহিকতায় ৪ ও ৫ অক্টোবর শুক্র ও শনিবার টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “নজরুল জয়ন্তী ২০২৪” শীর্ষক অনুষ্ঠানে নজরুল রচিত নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

08 June 2024

সপ্তাহব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্য সমারোহ-২০২৪’ অনুষ্ঠিত ( A Weeklong

‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের মুক্তি’ এই মূলসুরে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে ঢাকা মহানগরীর বেইলি রোডের নাটক সরণিসংলগ্ন মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নজরুলজয়ন্তী উপলক্ষে ১ থেকে ৭ জুন প্রথমবারের মত অনুষ্ঠিত হলো সাত দিনব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্য সমারোহ-২০২৪’ নাট্যোৎসব।

02 March 2024

বাঁশরীর আয়োজনে বসন্ত উৎসব ২০২৪ (Bashori Arranged Basanta Utsav-2024)

১৮ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ/২ মার্চ ২০২৪ শনিবার এক বসন্তের বিকেলে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত রবীন্দ্র সরোবরে বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে “বাঁশরী’র বসন্ত উৎসব" শীর্ষক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এতে বাঁশরী ও কয়েকটি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আশাপূর্ণা রায় তন্দ্রা ও সজীব গাজী দিপু।

22 August 2015

নজরুল উৎসব, টাঙ্গাইল-২০১৫ (Nazrul Utsav, Tangail 2025)

২২-২৩ আগস্ট, ২০১৫ তারিখে বাঁশরী টাঙ্গাইলের মাওলানা ভাসানী হল মিলনায়তনে ২ দিন ব্যাপী নজরুল উৎসবের আয়োজন করে। উৎসবে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে র‍্যালি, কবিতা, আবৃত্তি, সংগীত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন টাঙ্গাইলের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের সনামধন্য শিল্পীদের অংশগ্রহণে প্রতি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

30 September 2023

নজরুল উৎসব, নড়াইল ২০২৩ (Nazrul Utsav, Narail 2023)

৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, সকাল ১১টায় নড়াইলের জেলা শিল্পকলা একাডেমিতে অবস্থিত নজরুল মঞ্চে বাঁশরী ও অগ্নিবীণার আয়োজনে “নজরুল উৎসব, নড়াইল-২০২৩” শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক জনাব এ. এফ. এম. হায়াতুল্লাহ সহ প্রশাসন, সমাজ, সাহিত্যাঙ্গন ও বিভিন্ন ক্ষেত্রের নানা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এ অনুষ্ঠান নানা আয়োজনে ভরপুর ছিলো। কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনার পর শুরু হয় আলোচনাপর্ব। আলোচনাপর্বের পর বাঁশরীর শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এরপর এ আয়োজনের অন্যতম আকর্ষণ নাটক “নীলকুঠি” মঞ্চস্থ হয়। নাটকটির পরিবেশনায় ছিলো কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নড়াইল পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক জনাব এডভোকেট কাজী বশিরুল হক।